Home বিনোদন অভিনয় ছেড়ে সাংবাদিকতায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়! কোন রহস্যের ‘অনুসন্ধান’ করবেন নায়িকা?

অভিনয় ছেড়ে সাংবাদিকতায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়! কোন রহস্যের ‘অনুসন্ধান’ করবেন নায়িকা?

29

এতদিন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে এসেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার পাল্টে যাচ্ছে সমীকরণ—এবার প্রশ্ন করবেন তিনিই! কারণ, শুভশ্রী এবার সাংবাদিকতার ভূমিকায়। তবে কি তিনি সত্যিই অভিনয় ছেড়ে সাংবাদিকতা শুরু করছেন?

সাংবাদিক রূপে শুভশ্রী, কী রহস্য উন্মোচন করবেন?

একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে নজরকাড়া অভিনয়ের পর এবার শুভশ্রীকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। তবে বাস্তবে নয়, পর্দায়! ‘হইচই’-এর আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ তিনি একজন ক্রাইম জার্নালিস্ট হিসেবে অভিনয় করছেন। অদিতি রায় পরিচালিত এই সিরিজ ক্রাইম জার্নালিজম নিয়ে তৈরি হয়েছে।

গর্ভবতী বন্দি, রহস্যে ভরা গল্প

সিরিজের পোস্টারে লেখা—“জেলের ভিতর গর্ভবতী মহিলা”। বোঝাই যাচ্ছে, এই রহস্যময় অন্তঃসত্ত্বা মহিলাকে কেন্দ্র করেই এগোবে গল্প। তার জীবনকে ঘিরেই সাংবাদিক শুভশ্রীর সামনে আসবে নতুন চ্যালেঞ্জ।

শুভশ্রীর টলিউড থেকে ওয়েব দুনিয়ায় দাপট

ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর এটি শুভশ্রীর দ্বিতীয় ওয়েব সিরিজ। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন তিনি। তবে প্রশ্ন থেকে যায়—শুভশ্রী কি শুধুই সাংবাদিক, নাকি জেলের রহস্যময়ী মহিলার চরিত্রেও দেখা যাবে তাকে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here