
পাকিস্তানে জঙ্গি হামলা: ট্রেন দখল, ১৮০ জন জিম্মি, সেনাবাহিনীকে হুমকি
মঙ্গলবার (১১ মার্চ) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে জঙ্গি হামলা চালায় বেলুচ লিবারেশন আর্মি (BLA)।
ট্রেন দখল ও সেনাদের নিহতের দাবি
জঙ্গিরা ট্রেনে গুলি চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করলে সংঘর্ষ বাঁধে। BLA দাবি করেছে—
- ১১ সেনাকে হত্যা করা হয়েছে
- একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে
- ১৮০ জনের বেশি যাত্রীকে জিম্মি করা হয়েছে
- ট্রেনটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে
সেনাবাহিনীকে প্রাণঘাতী হুমকি
BLA-এর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন,
পাকিস্তান সেনাবাহিনী ড্রোন হামলা চালালে এক ঘণ্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে।
যদি সামরিক অভিযান চালানো হয়, তাহলে ১০০ জনের বেশি জিম্মিকে হত্যা করা হবে।
উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী
বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটি আক্রান্ত হয়েছে। পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে, যেখানে সেনাসদস্যরাও রয়েছেন।