চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের লড়াকু ২৭৪ রানের লক্ষ্য
চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল আফগানিস্তান। সেমিফাইনালের সমীকরণ মেলাতে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আফগানরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আগে ব্যাট করে অজিদের সামনে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে রশিদ-নবীরা।
শুরুতেই বিপর্যয়, ঘুরে দাঁড়ানোর চেষ্টা
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ভালো শুরু করতে পারেনি। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরান এদিন মাত্র ২২ রান (২৮ বলে) করে বিদায় নেন। তবে ব্যাটিংয়ের হাল ধরেন তিন নম্বরে নামা সাদিকুল্লাহ আতাল।
সাদিকুল্লাহ আতালের ৮৫ রানের লড়াকু ইনিংস
তিন নম্বরে নেমে ৬৪ বলে ফিফটি তুলে নেন সাদিকুল্লাহ আতাল। ৯৫ বলে ৮৫ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। অন্যদিকে, রহমত শাহ ২১ বলে ১২ রান করেন।
শেষ দিকে আজমতুল্লাহ ওমারজাইয়ের কার্যকর ইনিংস
সাদিকুল্লাহ আতালের বিদায়ের পর দলের দায়িত্ব নেন আজমতুল্লাহ ওমারজাই।
৫৪ বলে ফিফটি করেন তিনি
শেষ দিকে ৬৩ বলে ৬৭ রান করে দলকে ভালো স্কোর এনে দেন
হাশমতুল্লাহ শাহীদি (২০), মোহাম্মদ নবী (১), গুলবাদিন নাইব (৪), রশিদ খান (১৯) রান করেন
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে আফগানিস্তান।
অস্ট্রেলিয়ার বোলিং পারফরম্যান্স
অজিদের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন বেন ডোয়ার্শিস, যিনি ৩ উইকেট শিকার করেন।
অ্যাডাম জাম্পা ও স্পেন্সর জনসন নেন ২টি করে উইকেট
গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান ইলিস পান ১টি করে উইকেট
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই
আফগানিস্তানকে সেমিফাইনালের সমীকরণ সহজ করতে হলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। এখন দেখার বিষয়, ২৭৪ রানের লক্ষ্য অজিরা টপকাতে পারে কি না!