রমজানে ঢাকায় বাড়তি নিরাপত্তা, বিশেষ অভিযানে ডিবি পুলিশ
রমজান মাসকে ঘিরে রাজধানী ঢাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। নগরবাসীকে অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশ দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আশ্বাস দিয়েছেন।
রমজানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেন,
“রমজানে নগরবাসী যাতে নির্ভয়ে এবাদত-বন্দেগি করতে পারেন, সে জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, নগরবাসী অধিকতর নিরাপদ থাকবেন।”
তিনি আরও জানান, ডিবি পুলিশের বিশেষ গোয়েন্দা অভিযান শুরু হয়েছে, যার মূল লক্ষ্য ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করা ও অপরাধ ঠেকানো।
অপরাধ দমনে বাড়তি নজরদারি
রমজানে বাজার, শপিংমল, ব্যাংক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও সদরঘাটে মানুষের ভিড় বাড়ে, ফলে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে রেজাউল করিম বলেন,
“নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি দূরের যাত্রাপথে দুর্ঘটনা প্রতিরোধে তথ্যপ্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি করা হয়েছে।”
কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
গোয়েন্দা তথ্য অনুযায়ী, চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতদের বেশিরভাগই ১৫-২০ বছরের যুবক, যারা কিশোর গ্যাংয়ের সদস্য।
ডিবির প্রধান বলেন,
“কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের ইন্ধন দিচ্ছে। আমরা চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ পরিচালনা করছি।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনী সারাদেশে তৎপর রয়েছে এবং সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীও কাজ করছে।
নগরবাসীর প্রতি আহ্বান
নগরবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“কেউ যদি ডিবি পরিচয়ে গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি চালানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। পাশাপাশি নাশকতার কোনো তথ্য থাকলে ডিবিকে সহায়তা করুন।”
তিনি আরও বলেন,
“আমরা যেমন সাধারণ মানুষের আস্থাস্থল হতে চাই, তেমনি অপরাধীদের আতঙ্ক হয়ে কাজ করতে চাই। ছোট অপরাধই বড় অপরাধের জন্ম দেয়, তাই চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
“চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধীই হোক, ডিবির জালে ধরা পড়তেই হবে,” কঠোর হুঁশিয়ারি দিয়ে রেজাউল করিম বলেন, “সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।”