রাজধানীর নিউ ইস্কাটনে এসি বিস্ফোরণ: একজনের মৃত্যু, আরও একজন দগ্ধ
রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভবনে এসি বিস্ফোরণে আব্দুল মালেক খান (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (রাত ৩টার দিকে) বিয়াম কার্যালয়ের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। এতে ফারুক (৪০) নামে একজন গাড়িচালক দগ্ধ হয়েছেন।
দুর্ঘটনার বিস্তারিত
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, আব্দুল মালেক খান ও ফারুক ওই ভবনের পঞ্চম তলায় থাকতেন। রাত ৩টার দিকে এসি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকাল ৬:৪৫ মিনিটে আব্দুল মালেক খানকে মৃত ঘোষণা করা হয়।
নিহত ও আহত ব্যক্তির পরিচয়
- নিহত: আব্দুল মালেক খান, বিয়াম কার্যালয়ের অফিস সহকারী।
- দগ্ধ: মো. ফারুক, পেশায় গাড়িচালক।
নিহতের পারিবারিক তথ্য
নিহতের ছোট ভাই সোহেল খান জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে। নিহত মালেক বিয়াম কার্যালয়েই বসবাস করতেন এবং ঘটনার সময় গাড়িচালক ফারুকের সঙ্গে ঘুমিয়ে ছিলেন।
দগ্ধ ফারুকের অবস্থা
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফারুকের শরীরের ৪৩% পুড়ে গেছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফারুকের অবস্থা গুরুতর।
মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে
এসআই মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই এসি বিস্ফোরণের ঘটনা ভবন নিরাপত্তা ও বৈদ্যুতিক ত্রুটির ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।