এ আর রাহমান হাসপাতালে ভর্তি: বুকে ব্যথা, চলছে চিকিৎসা
অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানকে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। জানা গেছে, বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। অ্যানজিওগ্রাম করার প্রস্তুতি চলছে, হাসপাতালের বুলেটিনের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
লন্ডন থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন রাহমান
সম্প্রতি লন্ডন সফর শেষে দেশে ফেরার পর থেকেই তিনি অসুস্থতা অনুভব করছিলেন। এনডিটিভিকে দেওয়া এক বিবৃতিতে রাহমানের মুখপাত্র জানিয়েছেন, লন্ডন থেকে ফিরে তিনি বুকের ব্যথা ও ডিহাইড্রেশনে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে গেলে ইসিজি পরীক্ষা করা হয় এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
এদিকে, আরেকটি সূত্র জানাচ্ছে, রাহমান ঘাড়ে ব্যথার সমস্যাও নিয়ে ফিরেছিলেন, যা তাঁর অসুস্থতার অন্যতম কারণ হতে পারে। পাশাপাশি, পবিত্র রমজানে রোজা পালন করাও শরীরের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
এ আর রাহমানের খোঁজ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সংগীতশিল্পীর অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানান, এ আর রাহমান বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন।
সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাহমানের সাবেক স্ত্রীও
এদিকে, কিছুদিন আগেই এ আর রাহমানের সাবেক স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর একটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়। উল্লেখ্য, গত বছর টানা ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাহমান ও সায়রা বানু। তাঁদের বিচ্ছেদ অনুরাগীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছিল।
বর্তমানে এ আর রাহমানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা। সংগীতপ্রেমীরা অপেক্ষায় আছেন, কবে তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন।