সাভারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন বন্ধুর খোঁজে পুলিশ
ঢাকার সাভারের সিআরপি রোডের ডগরমোড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুলতান হোসেন সাগর (২৫), তিনি নোয়াখালীর রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের বাসিন্দা।
কী ঘটেছিল?
মঙ্গলবার (স্থানীয় সময় রাত আনুমানিক পৌনে ১১টার দিকে) এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন জানান, নিহত সুলতান সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি কারখানায় কাজ করতেন।
হত্যার পেছনে কী কারণ?
প্রাথমিক তদন্তে জানা গেছে, সুলতানের বন্ধু শফিকের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। ওসি জালাল উদ্দিন বলেন, “শফিক প্রায়ই সুলতানকে হুমকি দিত। মঙ্গলবার রাতে শফিক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা তাকে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুলতানের মৃত্যু হয়েছে।
গ্রেপ্তার অভিযান চলছে
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শফিককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।