Home ক্রিকেট ২৩৬ করেও কি বাংলাদেশের জয়ের আশা করা যায়

২৩৬ করেও কি বাংলাদেশের জয়ের আশা করা যায়

23

নাজমুলের লড়াই, জাকেরের প্রত্যাশা—শেষ ওভারে হতাশ বাংলাদেশ

বাংলাদেশ দলের ইনিংস অনেক দূর যাওয়ার ইঙ্গিত দিয়েছিল, তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর গতি হারায় দল। ও’রুর্কের বল তুলে মারতে গিয়ে ক্যাচ দেন নাজমুল, ১১০ বলে ৯টি চারের সাহায্যে ৭৭ রান করা এই ব্যাটসম্যানের ক্যাচ নেন ব্রেসওয়েল।

এরপর দলের ব্যাটিং ভরসা হয়ে ছিলেন জাকের আলী। কিছুক্ষণ সঙ্গ পেয়েছিলেন রিশাদ হোসেনের, কিন্তু তাঁদের ৩৫ বলে ৩৩ রানের জুটি থেমে যায় রিশাদের আউটে। ২৫ বলে ২৬ রান করে ম্যাট হেনরির বলে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দেন রিশাদ।

তবুও জাকেরের ব্যাটিংয়ে আশা ছিল, শেষ ওভারগুলোতে তাঁর বিস্ফোরক ইনিংসের প্রত্যাশা করছিল দল। তবে ৪৫তম ওভারে তাসকিন আহমেদের স্ট্রাইক পরিবর্তন করতে না পারা বাংলাদেশকে আরও চাপে ফেলে, ওভারটি হয় মেডেন।

শেষ পর্যন্ত ৪৯তম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক টম ল্যাথামের সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান জাকের। ৫৫ বলে ৪৫ রান করে তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ২৫০ ছাড়িয়ে যাওয়ার স্বপ্নও শেষ হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (নাজমুল ৭৭, জাকের ৪৫, রিশাদ ২৬, তানজিদ ২৪, মিরাজ ১৩; ব্রেসওয়েল ৪/২৬, ও’রুর্ক ২/৪৮, জেমিসন ১/৪৮)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here