রমজানে ইবাদতে মনোযোগী অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান
শোবিজ অঙ্গনে মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা জামান। উপস্থাপনার
মাধ্যমে শোবিজে পথচলা শুরু করলেও পরবর্তীতে মিউজিক ভিডিও, নাটক ও
বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করেছেন।
বর্তমানে তিনটি নাটকে কাজ করছেন তিনি। তবে শুটিংয়ের ব্যস্ততার মাঝেও রমজান
মাসে নিজেকে ইবাদতে নিবেদিত রাখেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রমজান মাসে আমি শুধু আল্লাহর
ইবাদত করব, নামাজ পড়ব এবং পরিবারের সঙ্গে সময় কাটাব।”
রমজানে শুটিং থেকে বিরতি নেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, “এই এক মাস আমি
কোনো নতুন শুটিং করি না। শুধুমাত্র চলমান ধারাবাহিক নাটকের শুটিং থাকলে অংশ
নিই, অন্যথায় পুরো মাসটা নিজের প্রতি যত্ন নেওয়া ও ইবাদতে কাটাই।”
বর্তমানে প্রিয়াঙ্কা জামান অভিনীত তিনটি নতুন নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে
দুটি একক নাটক ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’, যেখানে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক
অনিক রহমান অভি। নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। এছাড়া, তিনি অভিনয়
করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’-এ, যা নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী
খান। এই ধারাবাহিকে তার সহশিল্পী হিসেবে আছেন প্রাণ রায় ও সাব্বির আহমেদ।